প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫
শ্রীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে র্যাব-১, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস
গাজীপুরের শ্রীপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি পৌর এলাকার শ্রীপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, লৌহাগাছ রবিদাস সার্বজনীন দুর্গা মন্দির, মাওনা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরসহ আশপাশের একাধিক মণ্ডপ ঘুরে দেখেন।পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপনের জন্য র্যাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। র্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে জন্য র্যাবের আইসিটি বিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে। তিনি পূজামণ্ডপের আয়োজকদের সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেন এবং সাংবাদিকদেরও গুজব শনাক্ত ও প্রতিরোধে সতর্ক ভূমিকা রাখার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত