প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ছাত্র জনতার ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে দশ দফা নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেছে স্থানীয় ছাত্র ও জনতা। সোমবার (৬ অক্টোবর, ২০২৫) সকাল ৯:৩০ মিনিট থেকে এই কর্মসূচি শুরু হয়। উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দায়িত্বে থাকা এই হাসপাতালটির নানান সংকট দূরীকরণের দাবি নিয়ে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের কর্মীরা মাঠে নেমেছেন।দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটসহ নানামুখী সমস্যায় জর্জরিত হাসপাতালটি। জানা গেছে, প্রায় এক যুগ ধরে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) বন্ধ রয়েছে। এছাড়া, আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও সেটি অচল হয়ে পড়ে আছে। এই ভয়াবহ স্বাস্থ্য সংকট দূর করে হাসপাতালটিকে বাঁচিয়ে তোলার জন্যই ছাত্র জনতা এই অবস্থান কর্মসূচি শুরু করেছে।আন্দোলনকারীদের ১০ দফা দাবিচিকিৎসা সেবার মান নিশ্চিত করতে আন্দোলনকারীরা ১০ দফা দাবি জানিয়েছে, যা নিম্নরূপ:১. যত দ্রুত সম্ভব সকল শূন্যপদে এমবিবিএস চিকিৎসক পদায়ন করতে হবে।২. বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করানো এবং অন্তত সপ্তাহে তিন দিন সিজারিয়ান সেকশন চালু করতে হবে।৩. বন্ধ থাকা আলট্রাসনোগ্রাম মেশিন সচল করতে হবে।৪. নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ আনতে হবে।৫. প্যাথলজিতে রক্ত পরিসঞ্চালন, ডেঙ্গু, টাইফয়েড, সেরাম ক্রিয়িটিনিন, লিপিড প্রোফাইল সহ সকল টেস্ট চালু করতে হবে এবং রক্তের ক্লাবের অনুমোদন ও হাসপাতালে রুম বরাদ্দ দিতে হবে।৬. লোড শেডিং বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের জন্য হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা বা পুরো হাসপাতালে সোলার পাওয়ারিং করতে হবে।৭. অচল সব পানির ফিল্টার সচল করতে হবে।৮. সরকারিভাবে ভর্তি ও আউটডোরে রোগীদের জন্য সম্ভাব্য সকল ঔষধের ব্যবস্থা করতে হবে।৯. নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিতকরণে পর্যাপ্ত জ্বালানি তেল বরাদ্দ করতে হবে।১০. সামান্য রোগে বরিশাল রেফার বন্ধ করা এবং রোগীদের সার্বিক হয়রানি বন্ধ করতে হবে।আন্দোলনকারীদের মধ্য থেকে মো. বালী তাইফুর রহমান তূর্য জানিয়েছেন, তাঁদের দাবি আদায়ে যথাযথ নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত