কুড়িগ্রামের রৌমারীতে চুরির অভিযোগে সন্দেহভাজনদের আনতে গিয়ে পুলিশের সরকারি পিকআপ ভ্যানের চাবি চুরি হওয়ার এক অদ্ভুত ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা হরিণধরা পূর্বপাড়া গ্রামের কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে চুরি শেষে চোরেরা আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনায় সোমবার চুরির অভিযোগে ভুক্তভোগী পরিবার সন্দেহভাজন পাঁচজনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
এ সময় পুলিশের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানের চাবি চুরি হয়ে যায়। চাবি না থাকায় গাড়িটি দীর্ঘ তিন ঘণ্টা ঘটনাস্থলে আটকা পড়ে। পরে থানা থেকে ওসির সরকারি গাড়ি এনে আটককৃতদের থানায় নেওয়া হয়।
পরে ব্যাপক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের পাশের একটি জঙ্গল থেকে পিকআপ ভ্যানের চাবিটি উদ্ধার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “চুরির অভিযোগে সন্দেহভাজনদের আনার সময় দেখি পিকআপের চাবি নেই। পরে খোঁজাখুঁজি করে জঙ্গল থেকে চাবিটি পাওয়া যায়।”
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫
কুড়িগ্রামের রৌমারীতে চুরির অভিযোগে সন্দেহভাজনদের আনতে গিয়ে পুলিশের সরকারি পিকআপ ভ্যানের চাবি চুরি হওয়ার এক অদ্ভুত ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা হরিণধরা পূর্বপাড়া গ্রামের কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে চুরি শেষে চোরেরা আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনায় সোমবার চুরির অভিযোগে ভুক্তভোগী পরিবার সন্দেহভাজন পাঁচজনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
এ সময় পুলিশের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানের চাবি চুরি হয়ে যায়। চাবি না থাকায় গাড়িটি দীর্ঘ তিন ঘণ্টা ঘটনাস্থলে আটকা পড়ে। পরে থানা থেকে ওসির সরকারি গাড়ি এনে আটককৃতদের থানায় নেওয়া হয়।
পরে ব্যাপক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের পাশের একটি জঙ্গল থেকে পিকআপ ভ্যানের চাবিটি উদ্ধার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “চুরির অভিযোগে সন্দেহভাজনদের আনার সময় দেখি পিকআপের চাবি নেই। পরে খোঁজাখুঁজি করে জঙ্গল থেকে চাবিটি পাওয়া যায়।”
আপনার মতামত লিখুন