ধ্রুবকন্ঠ

ভালুকায় মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি গোল্ডকাপ ফাইনাল সম্পন্ন: ১ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন, পুরস্কারে 'গরু'



ভালুকায় মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি গোল্ডকাপ ফাইনাল সম্পন্ন: ১ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন, পুরস্কারে 'গরু'

৩ অক্টোবর ২০২৫ (শুক্রবার)

ভালুকায় মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনালে ১ নং ওয়ার্ড ২–০ গোলে জয়ী, পুরস্কারে ট্রফির সঙ্গে গরু।

ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ বিকেলে এক জমজমাট ও রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শিরোপা নির্ধারণী খেলায় মুখোমুখি হয় ভালুকা পৌরসভার ১ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ডের দল। উত্তেজনাপূর্ণ খেলায় ১ নং ওয়ার্ড ২–০ গোলে ৬ নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে। দুই অর্ধজুড়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ১ নং ওয়ার্ডের খেলোয়াড়দের জোড়া গোলে নিশ্চিত হয় বিজয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি। তিনি বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে স্থানীয় ক্রীড়া সংস্কৃতি ও তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ ধরে রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদুজ্জামান চৌধুরী মাসুদ, সাবেক সভাপতি, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রদল ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক, ভালুকা উপজেলা ছাত্রদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাতেম খান, আহ্বায়ক, ভালুকা পৌর বিএনপি; আব্দুল মালেক তদন্ত কর্মকর্তা, ভালুকা মডেল থানা; ভালুকা উপজেলা বিএনপি; সালাহ উদ্দিন আহমেদ,, ভালুকা উপজেলা বিএনপি; মজিবুর রহমান মজু, (যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি); মো. রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুন, সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল; এবং কায়সার আহমেদ কাজল, জাকির হোসাইন রাজু, ভালুকা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফির পাশাপাশি একটি গরু তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। এই ব্যতিক্রমী পুরস্কার দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং টুর্নামেন্টকে অনন্য মাত্রা যোগ করে।

স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, এই ধরনের আয়োজন তরুণদের ক্রীড়ামুখী করে তুলবে এবং সমাজে ঐক্যের বার্তা পৌঁছে দেবে। মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি গোল্ডকাপ ভবিষ্যতেও ভালুকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগাবে এমন প্রত্যাশা করেন অতিথিবৃন্দ ও দর্শকরা।



আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


ভালুকায় মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি গোল্ডকাপ ফাইনাল সম্পন্ন: ১ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন, পুরস্কারে 'গরু'

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

৩ অক্টোবর ২০২৫ (শুক্রবার)

ভালুকায় মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনালে ১ নং ওয়ার্ড ২–০ গোলে জয়ী, পুরস্কারে ট্রফির সঙ্গে গরু।

ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ বিকেলে এক জমজমাট ও রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শিরোপা নির্ধারণী খেলায় মুখোমুখি হয় ভালুকা পৌরসভার ১ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ডের দল। উত্তেজনাপূর্ণ খেলায় ১ নং ওয়ার্ড ২–০ গোলে ৬ নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে। দুই অর্ধজুড়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ১ নং ওয়ার্ডের খেলোয়াড়দের জোড়া গোলে নিশ্চিত হয় বিজয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি। তিনি বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে স্থানীয় ক্রীড়া সংস্কৃতি ও তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ ধরে রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদুজ্জামান চৌধুরী মাসুদ, সাবেক সভাপতি, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রদল ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক, ভালুকা উপজেলা ছাত্রদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাতেম খান, আহ্বায়ক, ভালুকা পৌর বিএনপি; আব্দুল মালেক তদন্ত কর্মকর্তা, ভালুকা মডেল থানা; ভালুকা উপজেলা বিএনপি; সালাহ উদ্দিন আহমেদ,, ভালুকা উপজেলা বিএনপি; মজিবুর রহমান মজু, (যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি); মো. রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুন, সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল; এবং কায়সার আহমেদ কাজল, জাকির হোসাইন রাজু, ভালুকা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফির পাশাপাশি একটি গরু তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। এই ব্যতিক্রমী পুরস্কার দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং টুর্নামেন্টকে অনন্য মাত্রা যোগ করে।

স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, এই ধরনের আয়োজন তরুণদের ক্রীড়ামুখী করে তুলবে এবং সমাজে ঐক্যের বার্তা পৌঁছে দেবে। মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি গোল্ডকাপ ভবিষ্যতেও ভালুকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগাবে এমন প্রত্যাশা করেন অতিথিবৃন্দ ও দর্শকরা।




ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত