ফ্রান্স
ও প্যারিস সেন্ট জার্মেই (PSG)-এর তারকা ফরোয়ার্ড
উসমানে দেম্বেলে ২০২৫ সালের ব্যালন
ডি’অর পুরস্কার জিতেছেন।
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কারটি জিতে
নিজের ক্যারিয়ারের এক নতুন উচ্চতায়
পৌঁছেছেন তিনি।
প্যারিসের
থিয়েটার দ্য শাতলেতে আয়োজিত
জমকালো অনুষ্ঠানে দেম্বেলেকে এই পুরস্কার প্রদান
করা হয়। পুরস্কার গ্রহণের
সময় তিনি আবেগে আপ্লুত
হয়ে পড়েন এবং এই
অর্জনটি উৎসর্গ করেন তার ক্লাব
PSG, কোচ লুইস এনরিকে, সতীর্থদের
ও ক্লাব সমর্থকদের।
দেম্বেলে বলেন,
“এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে গর্বের। PSG-র জার্সিতে এমন সাফল্য এনে দিতে পেরে আমি কৃতজ্ঞ। আমার দলের প্রত্যেক সদস্য এই জয়কে সম্ভব করেছে।”
২০২৪–২৫ মৌসুমে দেম্বেলের পারফরম্যান্স ছিল অনন্য। তার গোল, অ্যাসিস্ট ও নেতৃত্ব PSG-কে লীগ ও চ্যাম্পিয়ন্স লিগ—উভয় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধারাবাহিকতা ও সাফল্যই তাকে ব্যালন ডি’অর জয়ে এগিয়ে রাখে প্রতিদ্বন্দ্বীদের তুলনায়।
এবারের ব্যালন ডি’অরের দৌড়ে দেম্বেলের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। তবে অভিজ্ঞতা ও ট্রফিজয়ী মৌসুমের দিক থেকে দেম্বেলেই এগিয়ে ছিলেন।
ধ্রুবকন্ঠ/এমআর
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫
ফ্রান্স
ও প্যারিস সেন্ট জার্মেই (PSG)-এর তারকা ফরোয়ার্ড
উসমানে দেম্বেলে ২০২৫ সালের ব্যালন
ডি’অর পুরস্কার জিতেছেন।
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কারটি জিতে
নিজের ক্যারিয়ারের এক নতুন উচ্চতায়
পৌঁছেছেন তিনি।
প্যারিসের
থিয়েটার দ্য শাতলেতে আয়োজিত
জমকালো অনুষ্ঠানে দেম্বেলেকে এই পুরস্কার প্রদান
করা হয়। পুরস্কার গ্রহণের
সময় তিনি আবেগে আপ্লুত
হয়ে পড়েন এবং এই
অর্জনটি উৎসর্গ করেন তার ক্লাব
PSG, কোচ লুইস এনরিকে, সতীর্থদের
ও ক্লাব সমর্থকদের।
দেম্বেলে বলেন,
“এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে গর্বের। PSG-র জার্সিতে এমন সাফল্য এনে দিতে পেরে আমি কৃতজ্ঞ। আমার দলের প্রত্যেক সদস্য এই জয়কে সম্ভব করেছে।”
২০২৪–২৫ মৌসুমে দেম্বেলের পারফরম্যান্স ছিল অনন্য। তার গোল, অ্যাসিস্ট ও নেতৃত্ব PSG-কে লীগ ও চ্যাম্পিয়ন্স লিগ—উভয় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধারাবাহিকতা ও সাফল্যই তাকে ব্যালন ডি’অর জয়ে এগিয়ে রাখে প্রতিদ্বন্দ্বীদের তুলনায়।
এবারের ব্যালন ডি’অরের দৌড়ে দেম্বেলের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। তবে অভিজ্ঞতা ও ট্রফিজয়ী মৌসুমের দিক থেকে দেম্বেলেই এগিয়ে ছিলেন।
ধ্রুবকন্ঠ/এমআর
আপনার মতামত লিখুন