প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আজাদ মজুমদার বলেছেন, জুলাই পরবর্তী সময়ে সাংবাদিকতায় পেশা চেইঞ্জ হয়ে গেছে। ডাক্তারী,আইনজীবী, শিক্ষকতা পেশা ধীরে ধীরে পরিবর্তন হয় কিন্তু সাংবাদিকতা পেশা পরিবর্তন হয় রেপিডলি। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন ধরন আসে। তা আয়ত্ত করতে হয়। আমাদের দেশে রেপিট চেইঞ্জ শুরু হয়েছে জুলাই পরবর্তী সময়ে। জুলাই এর পূর্বে প্রেস ফিডম বলতে যা বুঝি তা আমাদের দেশে ছিলো না।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত নতুন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন এবং জুলাই পরবর্তী সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সুবিধা শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।
গত ১১ অক্টোবর প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,সাংবাদিকতার মান যেভাবে নিচে নেমে যাচ্ছে সেক্ষেত্রে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের তা তুলে আনতে হবে। নতুন শিক্ষার্থীরা হচ্ছে কাদা মাটির মতো,যেভাবে আপনি গড়ে তুলবেন সেভাবে তারা গড়ে উঠবে। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আখতার হোসাইন খান বলেন, তোমার হাতের কলম দিয়ে যেন কারো ক্ষতি না হয়, তোমার বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এ সময় গ্রীন ক্যাম্পাসে মুক্তভাবে অক্সিজেন গ্রহণ করার আহবান জানান তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর রেজিস্ট্রার ড.আহমদ হোসাইন, প্রক্টর শাহ রেজা এম ফাহাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এর চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক কথা নাহিয়ান।
এসময় সাংবাদিকতা বিভাগের শিক্ষকসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কেক কেটে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৩৫ ও ৩৬ ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আজাদ মজুমদার বলেছেন, জুলাই পরবর্তী সময়ে সাংবাদিকতায় পেশা চেইঞ্জ হয়ে গেছে। ডাক্তারী,আইনজীবী, শিক্ষকতা পেশা ধীরে ধীরে পরিবর্তন হয় কিন্তু সাংবাদিকতা পেশা পরিবর্তন হয় রেপিডলি। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন ধরন আসে। তা আয়ত্ত করতে হয়। আমাদের দেশে রেপিট চেইঞ্জ শুরু হয়েছে জুলাই পরবর্তী সময়ে। জুলাই এর পূর্বে প্রেস ফিডম বলতে যা বুঝি তা আমাদের দেশে ছিলো না।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত নতুন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন এবং জুলাই পরবর্তী সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সুবিধা শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।
গত ১১ অক্টোবর প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,সাংবাদিকতার মান যেভাবে নিচে নেমে যাচ্ছে সেক্ষেত্রে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের তা তুলে আনতে হবে। নতুন শিক্ষার্থীরা হচ্ছে কাদা মাটির মতো,যেভাবে আপনি গড়ে তুলবেন সেভাবে তারা গড়ে উঠবে। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আখতার হোসাইন খান বলেন, তোমার হাতের কলম দিয়ে যেন কারো ক্ষতি না হয়, তোমার বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এ সময় গ্রীন ক্যাম্পাসে মুক্তভাবে অক্সিজেন গ্রহণ করার আহবান জানান তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর রেজিস্ট্রার ড.আহমদ হোসাইন, প্রক্টর শাহ রেজা এম ফাহাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এর চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক কথা নাহিয়ান।
এসময় সাংবাদিকতা বিভাগের শিক্ষকসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কেক কেটে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৩৫ ও ৩৬ ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
আপনার মতামত লিখুন