ক্যাম্পাস বার্তা

‎গুচ্ছের ফল পুনঃনিরীক্ষণে ৩৫১ জন আবেদন



‎মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন নেওয়ার সময়সীমা শেষ হয়েছে। আবেদনের শেষ সময় ছিল গত শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছেন ৩৫১ জন শিক্ষার্থী।

‎মাভাবিপ্রবি উপাচার্য এবং গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানিয়েছেন, ফল পুনঃনিরীক্ষার জন্য মোট ৩৫১টি আবেদন জমা পড়েছে। আজ রবিবার থেকেই ওএমআর শিট (উত্তরপত্র) দেখা শুরু হয়েছে। আজ উত্তরপত্র দেখা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা মিটিংয়ে বসবেন। এরপর ফলাফলের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

‎পরীক্ষার খাতায় বিভিন্ন ত্রুটির কারণে গুচ্ছের ‘এ’ ইউনিটের ৩৯ জন, ‘বি’ ইউনিটের ১৭ জন এবং ‘সি’ ইউনিটের ৬ জনের খাতা বাতিল করা হয়েছে।

‎এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের  পরীক্ষা ২৫ এপ্রিল, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২ মে এবং ‘এ’ ইউনিটের  পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হয়। এটি গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত পঞ্চমবারের ভর্তি পরীক্ষা। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এই পদ্ধতির মাধ্যমে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদাভাবে পরীক্ষা দিতে না হয়।

‎‘এ’ ইউনিটে পাসের হার ৪৫.৭৪ শতাংশ, ‘বি’ ইউনিটে ৪৬.৭৯ শতাংশ এবং ‘সি’ ইউনিটে ৬৩.৩৫ শতাংশ।

‎গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৫৭ হাজার ৪২৫ জন, ‘বি’ ইউনিটে ৩১ হাজার ৬৪১ জন এবং ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৬৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

‎উল্লেখ্য, ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে ২৮ এপ্রিল, ‘বি’ ইউনিটের ফল ৫ মে এবং ‘এ’ ইউনিটের ফল ১৩ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, পুনঃনিরীক্ষার ফলে কোনো শিক্ষার্থীর ফল অগ্রগতি হলে আবেদনকারী শিক্ষার্থী তার ২ হাজার টাকা ফেরত পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button