ক্যাম্পাস বার্তা

গুচ্ছে এ ইউনিটের ফলাফল প্রকাশিত সর্বোচ্চ নাম্বার ৮৪.৭৫ ও সর্বনিম্ন মাইনাস ১৫.৭৫

মোঃএরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ, ১৩ মে মঙ্গলবার, বিকেল ৩ টা ৪৫ মিনিটের পর এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, গত শুক্রবার সারা দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ জানান, “বিশাল পরিসরে গুরুত্বপূর্ণ এ কাজটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে কমিটির সদস্যবৃন্দ, ভাইস-চ্যান্সেলরবৃন্দ, সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, বিশেষ করে মিডিয়া প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতার কারণে।” তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও জানান, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩০ বা তদূর্ধ্ব নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৫৭,৪২৫ জন শিক্ষার্থী, যা শতকরা ৪৫.৭৪ শতাংশ। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৬৮,১২৮ জন, যা শতকরা ৫৪.২৬ শতাংশ।

অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ আরও জানান, এ ইউনিটের পরীক্ষায় ৩৯টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। এই ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১,৪২,৭১৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১,২৫,৫৫৩ জন।

এই ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৫.৭৫। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭.৯৮ শতাংশ এবং অনুপস্থিত ছিলেন ১২.০২ শতাংশ।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট, ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে ২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফল প্রকাশিত হলো।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একাধিক বিশ্ববিদ্যালয়ে ভ্রমণের খরচ ও সময় বাঁচার পাশাপাশি মেধাভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়াও অধিক স্বচ্ছ হয়েছে বলে মত দিয়েছেন অনেকে।

ফলাফল ও অন্যান্য তথ্য গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) থেকে জানা যাবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীদের পছন্দক্রম নির্ধারণ ও ভর্তির বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button