খেলাধুলা

চট্টগ্রাম রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

২০২৪-২০২৫ এর ফাইনাল ম্যাচ আরআরএফ, চট্টগ্রাম পুলিশ ক্রিকেট দল বনাম খাগড়াছড়ি জেলা পুলিশ ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: আহসান হাবীব পলাশ মহোদয় পুলিশ লাইন্স, চট্টগ্রাম আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা।

চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে উক্ত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয় এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা মহোদয়।

ফাইনাল ম্যাচে খাগড়াছড়ি জেলা পুলিশ ক্রিকেট দল আরআরএফ, চট্টগ্রাম পুলিশ ক্রিকেট দলকে ২ রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করেন।

প্রধান অতিথি বলেন, সুস্থ থাকতে এবং শারীরিকভাবে ফিট থাকতে খেলাধুলার বিকল্প নেই।

এসময় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাবেদুর রহমান এবং চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ক্রীড়া প্রেমিকগণ উপস্থিত ছিলেন।

সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button