ছাত্রদল সভাপতি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতির কল রেকর্ড ফাঁস।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসহায় নারীর অভিযোগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদল ছাত্রনেতার বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং সামাজিকভাবে হেনস্তার। অভিযোগের কেন্দ্রে রয়েছেন নিষিদ্ধ সংগঠন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুল ইসলাম বৃটেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মিঠু।
অভিযোগকারী নারী জানান, নাজিমুল ইসলাম বৃটেন তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। এই সম্পর্কের মাধ্যমে তিনি ওই নারীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।
অভিযোগকারী নারী আরও জানান, তিনি তার স্বামীর অধিকার এবং শ্বশুরবাড়ির মর্যাদা ফিরে পেতে বৃটেনের বাড়িতে গেলে তাকে হেনস্তা করে বের করে দেওয়া হয়। এরপর তিনি স্থানীয় দালাল চক্রের খপ্পরে পড়েন, যারা তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে শ্বশুরবাড়ির অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই চক্রের সঙ্গে উপজেলা ছাত্রদলের সভাপতি মিঠুর নামও জড়িত।
অভিযোগ রয়েছে, মিঠু ওই নারীর কাছ থেকে অর্থ নেওয়ার পাশাপাশি বৃটেনের কাছ থেকেও লক্ষাধিক টাকা নেন, যাতে তিনি ওই নারীকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। স্থানীয়রা জানান, বৃটেন এবং মিঠু উভয়েই ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছেন।
স্থানীয়রা এই ঘটনার ন্যায়বিচার দাবি করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা চান, ওই নারী তার স্বামীর অধিকার এবং শ্বশুরবাড়ির মর্যাদা ফিরে পাক।
আরও জানা যায় ইতোপূর্বে ছাত্রদল সভাপতি মিঠুর বিরুদ্ধে ০৫ অগাস্টের পর দৌলৎদিয়া যৌন পল্লীতে জুয়ার বোর্ড বসানোর প্রচেষ্টার অভিযোগ রয়েছে।
এই সকল ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ধ্রুবকন্ঠ/এসপি