চট্টগ্রাম

জেসিআই চট্টগ্রাম এর ২য় দিনের ইফতার বিতরণ

সারাদিন মোটামুটি স্বস্তি থাকলেও ইফতারের ঠিক আগ মুহূর্তে সৃষ্টি হয় অসহনীয় যানজট। এতে বিপাকে পড়েন অফিস ফেরত সাধারণ মানুষ। কেউ কেউ ইফতারের আগে ঘরে ফেরা নিয়ে থাকেন সংশয়ে। কখনো কখনো রাস্তার মাঝেই যাত্রা পথে করতে হয় ইফতার।
এই ভাবনা থেকে  রমজান মাসজুড়ে প্রতিদিনই  ‘ইফতার হোক সবার’ শিরোনামে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ (২৮মার্চ) ২৭ রমজান চট্টগ্রাম মেডিকেল ওয়ার্ডে এবং ওয়ারলেস মোড় খুলশী এর ব্যস্ততম এলাকা ট্রাফিক জ্যামে আটকে থাকা ও সুবিধাবঞ্চিত ৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করে জেসিআই চট্টগ্রাম।

জেসিআই চট্টগ্রাম এর প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরী এর নেতৃত্বে ও সদস্যদের সহযোগিতায় ইফতার বিতরণের এই আয়োজনে জেসিআই চট্টগ্রাম এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যানজটে আটকে থাকা মানুষ মহতী এই উদ্যোগের প্রতিক্রিয়ায় একই সঙ্গে স্বস্তি অনুভব ও প্রশংসা করেন। 
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন- জেসিআই চট্টগ্রাম এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত , এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মইন উদ্দিন নাহিদ , ভাইস প্রেসিডেন্ট আলামিন বাপ্পি, ভাইস প্রেসিডেন্ট মুন্তাসির আল মাহমুদ (রাহি), ট্রেনিং কমিশনার সাইহান হাসনাত, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট সাদ মুস্তাফিজ অনিন্দ্ , পি আর মিডিয়া চেয়ারপার্সন ফারিয়া আকবর রিয়া, ডিরেক্টর জাওয়াদ রহমান, ডিরেক্টর সাকিব চৌধুরী, কমিটি চেয়ার আমির খসরু, মেম্বার সাব্বির, আবু বক্কর ও আসিফ সহ অন্যান্য সদস্যগণ।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button