নোয়াখালী কলেজ অধ্যক্ষের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে টাকা দাবি

নোসক প্রতিনিধি:
মোঃ আকরাম উদ্দীন
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারক চক্র অর্থ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি অধ্যক্ষের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তার পরিচিতজনদের কাছে অর্থ চেয়ে বার্তা পাঠানো হয়।
অধ্যক্ষ জানান, “আমার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারকরা আমার পরিচিতদের কাছে টাকা চেয়ে বার্তা পাঠিয়েছে। বিষয়টি জানার পর আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”
এ ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, “সাইবার অপরাধীরা বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করছে। সবাইকে সচেতন থাকতে হবে এবং সন্দেহজনক বার্তা পেলে তা যাচাই করে ব্যবস্থা নিতে হবে।”
এ ঘটনায় নোয়াখালী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং দোষীদের শনাক্ত করতে সাইবার ইউনিট কাজ করছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ব্যক্তিগত অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে দ্বৈত সুরক্ষা (টু-ফ্যাক্টর অথেন্টিকেশন) ব্যবহার করা এবং সন্দেহজনক লিংক বা বার্তা এড়িয়ে চলা উচিত।