রাজনীতি

বাংলাদেশ জনঅধিকার পার্টির একটি মহানগর ও দুটি জেলার আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জনঅধিকার পার্টির চট্টগ্রাম মহানগর, পিরোজপুর ও সাতক্ষীরা জেলার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

(১৫ মে) রাতে বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট ও মহাসচিব সাংগঠনিক তৌহিদুল ইসলামের সাক্ষরিত এক বিবৃতিতে কমিটি তিনটির অনুমোদন দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর ১৩ সদস্যদের আংশিক কমিটির সভাপতি সাকিব তানসিন ফাহিম ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সাগর।

পিরোজপুর জেলার ১১ সদস্যদের আংশিক কমিটির সভাপতি আইনজীবী কাইফা জামান সুমনা আর সাধারণ সম্পাদক মো. নাদিম হাওলাদার। তারা দুজনেই তুষখালী মঠবাড়িয়ার বাসিন্দা।

সাতক্ষীরা জেলার ৫১ সদস্যের আংশিক কমিটির সভাপতি মো: আশরাফুল আলম আর সাধারণ সম্পাদক সুমাইয়া নাসরিন আশা, ২ জনই সাতক্ষীরা আসাশুলির বাসিন্দা।

জানা যায়, বাংলাদেশ জনঅধিকার পার্টি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে গড়ে উঠা তরুণদের রাজনৈতিক দল; যারা মূলত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা।

এ বিষয়ে জানতে চাইলে দলটির চেয়ারম্যান ইসমাইল সম্রাট বলেন, ‘আমরা সংগঠনের পরিধি বৃদ্ধি ও তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে সারা দেশের জেলা ও উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে কাজ করছি। আমরা আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক গুণগত পরিবর্তনের লক্ষ্যে সারা দেশে ত্যাগী ও দেশপ্রেমিক তরুণ সদস্যদের নিয়ে জেলা ও উপজেলা কমিটির অনুমোদন দিচ্ছি। বাংলাদেশ জনঅধিকার পার্টি (পিআরপি) এদেশের মানুষের জন্য কাজ করবে।’

নতুন কমিটির উদ্দেশ্য ইসমাইল সম্রাট বলেন, ‘আমরা দীর্ঘ ১৮ সাল থেকে লড়াই সংগ্রাম করে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত করেছি, তা যেন কোনোভাবেই আর ফিরে না আসে আপনারা খেয়াল রাখবেন। আর নতুনভাবে কোন দল যেন স্বৈরাচার হয়ে না উঠে সেদিকেও খেয়াল রাখবেন। আমরা আপনাদের বৈষম্য মুক্ত, স্বৈরাচার মুক্ত যে নতুন স্বাধীনতা দিয়েছি তা রক্ষা করার দায়িত্ব সকলের।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button