বিআইএম এ্যালুমনাই সোসাইটির ২০২৫-২০২৭ বর্ষের নির্বাচন সম্পন্ন

সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বিআইএম এ্যালুমনাই সোসাইটির ২০২৫-২০২৭ বর্ষের নির্বাচন সম্পন্ন।
আজকের নির্বাচনে পূর্বে সাধারণ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত ১৭ সদস্যের প্রত্যক্ষ ভোটে জি,এম, সাইদুর রহমান মিন্টু (সভাপতি), মোহাম্মদ মোরশেদুল আলম (সহ-সভাপতি), এডভোকেট মোঃ হুমায়ুন কবির হিমু (সাধারণ সম্পাদক), মোঃ সাজ্জাদ হোসাইন সজল (অর্থ সম্পাদক), শফিকুর রেজা আহমেদ (সাংগঠনিক সম্পাদক), সাদিয়া আফরিন (যুগ্ম সাধারণ সম্পাদক), গুঞ্জন দেব (প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক), এবং সাইফ উদ্দিন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) নির্বাচিত হয়েছেন। এই আটটা পদের বাইরে যে নয়জন নির্বাহী কমিটির সদস্য তারা হলেন গত কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ফয়েজ, মোহাম্মদ সজর উদ্দিন আহমেদ চৌধুরী, মোঃ সোহেল আমান, প্রসুন পাল,মোহাম্মদ নিয়াজ উদ্দিন সুমন, মোহাম্মদ নাঈমুল করিম চৌধুরী, আব্দুর রহিম, মোঃ বোরহান।