ক্যাম্পাস বার্তা

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ক্ষোভ সাধারণ শিক্ষার্থীদের

মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে টাঙ্গাইল সদর থানা ও সংলগ্ন এলাকা।

আজ শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম কাজল দেবনাথ, তিনি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় অজ্ঞাতনামা তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে কাজল দেবনাথ টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার “কোলকাতা বিরিয়ানি” রেস্টুরেন্টে খেতে গেলে তিনজন অজ্ঞাত যুবক মোটরসাইকেলযোগে সেখানে এসে তার বাড়ি কোথায়—এমন প্রশ্ন করে। পরে কথা বলার একপর্যায়ে তারা মোটরসাইকেলের চাবি, কাচের গ্লাস এবং হাত দিয়ে কাজলকে মারধর করে। এতে তিনি রক্তাক্ত হন। হামলার কারণ জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।

কাজল দেবনাথ জানান, “হামলাকারীদের কাউকেই তিনি চিনতেন না এবং কেন এমন হামলার শিকার হলেন, তাও বুঝতে পারছেন না।”

ঘটনার পরপরই শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং টাঙ্গাইল সদর থানা ঘেরাও করে অবস্থান করছেন। সন্ধ্যা ৭টার দিকে থানায় অভিযোগ দায়ের করেন। রাত ৯ টায় শিক্ষার্থীরা দাবিতে বলেন, আজ রাত ১টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আশ্বস্ত করেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং ৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button