সন এখন ‘লিজেন্ড’ ১৭ বছর পর টটেনহাম হটস্পটের ঘরে ট্রফি

১৭ বছরের অপেক্ষার অবসান। টটেনহ্যাম হটস্পার পেল শিরোপার স্বাদ।
৪১ বছর ফিরে পেল ইউরোপীয় গৌরব, আর সেই পথে নেতৃত্ব দিলেন সন হিউং-মিন। ক্যারিয়ারের এক দশক পার করে শেষমেশ ইউরোপা লিগের শিরোপা জিতে নিজেকে “ক্লাবের লিজেন্ড” বলতে দ্বিধা করলেন না দক্ষিণ কোরিয়ার এই তারকা।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইউরোপা লিগের শিরোপা নিশ্চিত করে স্পার্স। ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রেনান জনসন, যা ইউনাইটেডের লুক শ’র গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়।
ম্যাচ শেষে টিনএনটি স্পোর্টস-এ দেওয়া সাক্ষাৎকারে আবেগে ভেসে নিজেই নিজেকে ‘লিজেন্ড’ স্বীকার করে নেন সন—“চলুন ধরে নেই, আমি একটা লিজেন্ড। কেন নয়? শুধু আজকের জন্য!.. ১৭ বছর ধরে কেউ এটা পারেনি। আজ সেটা আমরা করলাম, তাই হ্যাঁ—আজকের দিনে আমি নিজেকে এই ক্লাবের লিজেন্ড বলতেই পারি। ”
তিনি আরও যোগ করেন, “অবিশ্বাস্য অনুভূতি। আমি সবসময় এই মুহূর্তটার স্বপ্ন দেখেছি। আজ সেই স্বপ্ন সত্যি হলো।
ব্যর্থ মৌসুমেও রূপকথার সমাপ্তি
টটেনহ্যাম ও ইউনাইটেড—দুই দলই নিজেদের লিগ মৌসুমে ব্যর্থ ছিল। লিগে স্পার্স শেষ করে ১৬ নম্বরে, ইউনাইটেড ১৭ নম্বরে। তবে ইউরোপে নিজেদের সেরা খেলাটা ঠিক সময়ে বের করে আনল স্পার্স। সেই সুবাদেই তারা পেল চ্যাম্পিয়নস লিগের টিকিটও।
সনের এক দশক, এক ট্রফি, এক গৌরবময় মুহূর্ত
উত্তর লন্ডনে কাটানো এক দশকের বেশি সময় ধরে সন ছিলেন দলের নির্ভরতার প্রতীক। অনেকবার ক্লোজ-কল এলেও ট্রফি কখনো ধরা দেয়নি। এবার তার নেতৃত্বেই দল পেল কাঙ্ক্ষিত সাফল্য। আর তাই, সবসময় দলকে প্রাধান্য দেওয়া সন এবার একটু নিজের জন্যও গর্ব করতে পিছপা হলেন না।
ধ্রুবকন্ঠ/এমআর