
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলে উদ্বোধনের পর থেকেই মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ছিল। এরপরও সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে টানেলে ঢুকে পড়েন মো. সোহেল (২৩) নামে এক যুবক। পরে টানেলের নিরাপত্তাকর্মীরা তাকে ধাওয়া দিলে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে কয়েকটি পুটলি বেরিয়ে আসে। পরে চেক করে দেখা যায় সেখানে ইয়াবার বড়ি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে বাহির হওয়ার মুখে তাকে আটক করা হয়। এরপর টানেল কর্তৃপক্ষ তাকে নগরের পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় ৯ হাজার ৩৯০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার সোহেল কক্সবাজারের রামু থানার দক্ষিণ গোয়ালিয়া গ্রামের মৃত আব্দু জলিলের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক টানেলের এক কর্মকর্তা জানান, টানেলের আনোয়ারা প্রান্তে কর্মরত নিরাপত্তাকর্মীরা মোটরসাইকেল নিয়ে যাওয়া এক যুবককে সিগন্যাল দিলেও তা অমান্য করে। এ সময় পেছন পেছন ধাওয়া করলে ওই যুবক সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। টানেলের পতেঙ্গার দিকে বাহির হওয়ার মুখেই নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। তার ব্যাগে পাওয়া কয়েকটি পুটলি স্ক্যানিং করলে ইয়াবার সন্ধান মেলে। এতে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাকে নগরের পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘টানেলের পতেঙ্গামুখে বের হওয়ার সময় পাকা রাস্তার ওপর নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে। টেকনাফ থেকে মোটরসাইকেলে আসছিল। জব্দকৃত ইয়াবাগুলো মোটরসাইকেলের মধ্যে বিশেষ কৌশলে রক্ষিত ছিল। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।’