বানিজ্য

এখনো আটকা পণ্যবাহী এক কার্গো বোটসীমান্ত বাণিজ্যে ভাগ বসাতে চায় আরাকান আর্মি!

মিয়ানমার থেকে পণ্য নিয়ে আসা বিভিন্ন কার্গো বোট এখনো তল্লাশি অব্যাহত রেখেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। চাপে ফেলে সীমান্ত বাণিজ্যে ভাগ বসানোর কৌশল হিসেবেই আরাকান আর্মি এমনটি করছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, সীমান্ত বাণিজ্যে ভাগ বসাতে তৎপরতা চালাচ্ছে আরাকান আর্মি। পণ্যবাহী বোটগুলো থামিয়ে তল্লাশির নামে অনেক মালামাল খালাস করে নিচ্ছে।
স্থলবন্দরের এক ব্যবসায়ী বলেন, ‘পণ্যবাহী বোটগুলো তল্লাশির নামে আটকিয়ে অনেক মালামাল খালাস করে নিচ্ছে আরাকান আর্মি। মূলত সীমান্ত বাণিজ্যে ভাগ বসাতে ব্যবসায়ীদের চাপে ফেলতে চায় তারা।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘আমরা ব্যবসায়ীরা খুব চিন্তিত। এ ধরনের সমস্য সমাধানে সবাইকে এক সঙ্গে কাজ করা দরকার। না হলেও ব্যবসায়ীরা টেকনাফে ব্যবসা গুটিয়ে নিবেন।’
এদিকে ১০ দিন আগে নাফ নদের মোহনা থেকে ছিনিয়ে নেওয়া তিনটি পণ্যবাহী কার্গোর একটি এখনো ফিরিয়ে দেয়নি আরাকান আর্মি। সর্বশেষ গত সোমবার সকালে সাতুরু এবং এমবি হারিকিউ লেছ নামে দুটি পণ্যবাহী বোট ফেরত আসলেও একটি কার্গো বোট আরাকান আর্মি হেফাজতে রয়েছে। তবে ফেরত আসা বোটে ২৭ হাজার ২২২ বস্তা মালামাল রয়েছে।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আরাকান আর্মির কাছে আরও একটি পণ্যবাহী বোট রয়েছে। সেখানে প্রায় ৩০ হাজার বস্তা বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। ফিরিয়ে দেওয়া দুই বোট থেকে মালামাল খালাস হচ্ছে।’
এ বিষয়ে আমদানিকারক কায়েছ এন্টারপ্রাইজের মালিক নুরুল কায়েছ সাদ্দাম বলেন, ‘এখনও একটি পণ্যবাহী কার্গো বোট ছাড়েনি। সেখানে আমারসহ অনেকে বিভিন্ন পণ্য রয়েছে। এর আগে দুটি পণ্যবাহী বোট ছেড়ে দিয়েছিল। কিন্তু এটি কেন এখনও ছেড়ে দেয়নি সেটি বলা মুশকিল।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘এখনও একটি পণ্যবাহী কার্গো ছাড়েনি। এটির খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button