রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি সেলের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

৩০ জানুয়ারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি সেলের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সেল সম্পাদক রফিকুল ইসলাম আইনী-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় সেলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে সকল ধর্ম, জাতিগোষ্ঠী ও সমাজের সকল স্তরের মানুষের সমান অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সদস্যগণ দেশকে সাম্য, সম্প্রীতি ও সহনশীলতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন যে, একটি বৈষম্যহীন সমাজ কেবলমাত্র পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে গড়ে তোলা সম্ভব।

এছাড়া, সেলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং সেলের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কমিউনিটি সেল একযোগে কাজ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্য, সম্প্রীতি ও সহনশীলতার ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটি সেল দৃঢ়প্রতিজ্ঞ। সকল ধর্ম, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম অঙ্গীকার।

বার্তা প্রেরক,
ইয়াহিয়া জিসান
সদস্য, কমিউনিটি এফেয়ার্স সেল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button