খেলাধুলা

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়েরপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ (বালক) এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ (বালিকা) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ১১ ফেব্রæয়ারি সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন। কোতোয়ালী থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উ¤্রাচিং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা ও ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, প্রাথমিক শিক্ষা বিভাগাধীন বিভিন্ন জেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক এসময় উপস্থিত থেকে অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন।
উদ্বোধনী দিনের গ্রæপ পর্বের খেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালিকা)-এর ৬টি জেলা দল অংশ গ্রহণ করে। সকাল সাড়ে ৯টায় কুমিল্লা জেলা দল নোয়াখালী জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে। সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা দল ২-০ গোলে চট্টগ্রাম জেলা দলকে এবং সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা দল ফেনী জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)-এর গ্রæপ পর্বের ১ম খেলায় সকাল সাড়ে ৯টায় কক্সবাজার জেলা দল ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে। সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা দল ও রাঙ্গামাটি জেলা দল ২-২ গোলে ড্র করলে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে কুমিল্লা জেলা দল রাঙ্গামাটি জেলা দলকে এবং সকাল সাড়ে ১১টায় নোয়াখালী জেলা দল বান্দরবান জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে। আগামীকাল ১২ ফেব্রæয়ারি বুধবার উভয় টুর্ণামেন্টের ২য় রাউন্ড ও সেমিফাইনাল খেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (বালিকা) এ রাঙ্গামাটি জেলা দল বনাম কুমিল্লা জেলা দল, বান্দরবান জেলা দল বনাম কক্সবাজার জেলা দল, লক্ষীপুর জেলা দল বনাম চাঁদপুর জেলা দল এবং খাগড়াছড়ি জেলা দল বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা দল খেলবে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ (বালক) এ চাঁদপুর জেলা দল বনাম কক্সবাজার জেলা দল, খাগড়াছড়ি জেলা দল বনাম কুমিল্লা জেলা দল, ফেনী জেলা দল বনাম নোয়াখালী জেলা দল এবং লক্ষীপুর জেলা দল বনাম চট্টগ্রাম জেলা দল খেলবে।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button