দেশসেরা সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের চট্টগ্রাম অঞ্চলের ডিলার’স কনফারেন্স অনুষ্ঠিত

“বিজয়ের পথে একসাথে” স্লোগানকে প্রতিপাদ্য করে সিলেটের পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ-এ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দেশসেরা সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের চট্টগ্রাম অঞ্চলের ডিলার’স কনফারেন্স। দুই দিনব্যাপী বর্ণিল এই আয়োজনে স্বপরিবার অংশগ্রহণ করেছেন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী,লক্ষ্মীপুর এবং পার্বত্য চট্টগ্রাম থেকে আসা সম্মানিত পরিবেশকবৃন্দ।
চট্টগ্রামের মার্কেটিং,সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন-এর সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব এ বি এম ইফতেখার আলম সিদ্দীকীর তত্ত্বাবধানে ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের দ্বারা উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভেন রিংস্ সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ, শুন্ শিং গ্রুপ-বাংলাদেশ অপারেশন-এর ডিরেক্টর জনাব সাইফ রহমান, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি জনাব মোঃ কাউসার আলম, চিফ টেকনিক্যাল অফিসার জনাব নান্টু কুমার দে, চিফ মার্কেটিং অফিসার জনাব মোঃ হারুন-উর রশিদ, সিনিয়র জিএম-হিউম্যান রিসোর্স জনাব কাজী আব্দুল্লাহ আল মাহমুদ, সিনিয়র জিএম-সাপ্লাই চেইন মাঈন উদ্দিন ঠাকুর, জিএম-ব্র্যান্ড এন্ড মার্কেটিং কমিউনিকেশন্স আতিক আকবর, জিএম-ডিস্ট্রিবিউশন আব্দুস সালাম, জিএম-ডিজিটালাইজেশন মাসুদুর রহমান, চট্টগ্রামের মার্কেটিং,সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশকগণ তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। সেরা পরিবেশকদের মাঝে বিশেষ পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত আয়োজনে বিভিন্ন পর্ব সাজানো হয়েছিল গ্রামীণ মেলা ও পিঠা উৎসব, সুফি নাইট এবং দেশের স্বনামধন্য শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে। সবশেষে প্রীতিভোজের মাধ্যমে দুই দিনব্যাপী আনন্দঘন এই মিলন মেলার পরিসমাপ্তি ঘটে।