বানিজ্য
চট্টগ্রামে’র দোহাজারীতে ঝাড়ু ফুলের বিক্রি জমজমাট

ঘরে সাজিয়ে রাখা হয় না, নারীদের খোঁপাতেও দেওয়া হয় না, তবু অনেক কদর রয়েছে পাহাড়ে ফোটা ঝাড়ু ফুলের।
কারন, গৃহস্থালি কাজের অন্যতম প্রয়োজনীয় জিনিস ঝাড়ু ফুল। ঘর পরিস্কার পরিছন্ন রাখতে আধুনিক ও বিকল্প যত পণ্যই থাকুক না কেন, ঝাড়ু ফুলের কোন বিকল্প নেই। অন্য ঝাড়ুর চেয়ে পাহাড়ের ফুলঝাড়ুর গুণমান ভালো, টিকে বেশি দিন, এবং দেখতে সুন্দর। তাই গৃহিনীদের কাছে এটির কদর বেশি।
বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালে প্রাকৃতিক ভাবে জন্মানোকোন যত্ন ছাড়াই বেড়ে ওঠা এই ঝাড়ু ফুল সংগ্রহ ও বিক্রি করে করে বাজারে বিক্রি করে বাড়তি উপার্জন করে অনেকে শ্রমজীবী মানুষ লাভবান হচ্ছে।দোহাজারী ষ্টেশন রোডে রেললাইনের আন্ডার পাস থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি’২৫ইং) সকাল সাড়ে ৭টায় তোলা ছবি।