শ্রম সংস্কার কমিশন এর নিকট ব্লাস্ট এর সুপারিশ প্রদান

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ-এর নিকট ব্লাস্ট এর সুপারিশমালা হস্তান্তর করলেন সংস্থার নির্বাহী পরিচালক সারা হোসেন। ১৭ ফেব্রুয়ারি ২০২৫ইং সোমবার, বিকাল ৩ টায় ব্লাস্ট অফিসে কমিশনের অপর চার সদস্য একেএম নাসিম, শাকিল আখতার চৌধুরী, রাজেকুজ্জামান রতন ও মাছুম বিল্লাহ এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্লাস্টের পক্ষ থেকে প্রস্তুতকৃত সুপারিশমালা হস্তান্তর করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্লাস্টের পরিচালক (অ্যাডভোকেসী এন্ড কমিউনিকেশন) মাহবুবা আক্তার, পরিচালক (আইন) মো. বরকত আলী, সহকারি পরিচালক (প্রোগ্রাম) মো. তৈয়্যেবুর রহমান, এসোসিয়েট লিগ্যাল স্পেশালিষ্ট সিফাত-ই-নূর খানম, অ্যাডভোকেসী ও কমিউনিকেশন উপদেষ্টা শিহাব আহমেদ সিরাজী, সিনিয়র আউটরিচ অফিসার মো. আমানুল্লাহ সহ গবেষণা কর্মকর্তা, ইন্টার্ণ, স্টাফ আইনজীবী ও বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ। ব্লাস্টের প্রস্তাবিত চুড়ান্ত সুপারিশমালা সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে।