বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ব্লু ইকোনমি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ‘Blue Economy: Unlocking the Potentials of Oceans for Sustainable Development of Bangladesh’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারের ‘Key Note’ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এর অধ্যাপক এবং ইউনেস্কোর ওশান গভর্নেন্স এর চেয়ার অধ্যাপক ড. পিয়েরে ফেইলার।
সেমিনারে দেশ-বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং সমুদ্রসম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও, আলোচনার বিষয়গুলোর মধ্যে নৌপরিবহনের ডিজিটালাইজেশন, সমুদ্র শাসন, সামুদ্রিক গবেষণা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ছিল অন্যতম। এই সেমিনার ব্লু ইকোনমি খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।