বিনোদন

দেশ ছেড়ে মধ্যপ্রাচ্যে সংসারপাতবেন সইফ-করিনা

চলতি বছরের শুরুতে সইফ আলি খানের উপর ছুরি হামলার ঘটনায় থমকে গিয়েছিল বি-টাউন। মধ্যরাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। চুরিতে বাধা পেয়ে গৃহকর্তাকেই কুপিয়ে দেয় সে।
সে সময়ই নিরাপত্তার খাতিরে বাড়ি বদলের কথা ভেবেছিলেন করিনা কপূর। তবে শেষ পর্যন্ত সইফ হাসপাতাল থেকে ফিরেছিলেন নিজের বাড়িতেই। বাড়ানো হয়েছিল তাঁদের আবাসনের নিরাপত্তা। এ বার নাকি একেবারে দেশ ছেড়ে অন্যত্র সংসার পাততে চলেছেন দম্পতি! শোনা যাচ্ছে, কাতারের রাজধানী দোহায় বসবাস করবেন তাঁরা!
করিশ্মার ‘দিল’ কলকাতার জন্য ‘পাগল’! শহরে পা রেখেই ঘোষণা কপূর খানদানের বড় মেয়ের
দোহার সেন্ট রেগিস মারসা আরবিয়া দ্বীপে নিজেদের জন্য একটা বাড়ি কিনেছেন সইফ। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি এমন একটা জায়গায় বাড়ি চাইছিলেন যা ভারত থেকে খুব দূরেও হবে না। আবার নিরাপদ, শান্তিপূর্ণ ও বিলাসবহুল হবে। সইফ আসলে নিজেদের জন্য দ্বিতীয় একটি আস্তানা খুঁজছিলেন। তাঁর কথায়, “এখানে বাড়ি কেনার আগে কয়েকটা বিষয় মাথায় ছিল। যাতে জায়গাটা নিরাপদ হয়। ওখানে গিয়ে সুরক্ষিত মনে হয়েছে। একটা দ্বীপের মধ্যে একটা দ্বীপ তৈরি করে থাকার জায়গা, এই চিন্তাটাই দারুণ লেগেছিল। এবং থাকার জন্য খুবই ভাল। ওখানকার খাওয়া-দাওয়া জীবনযাত্রার মধ্যে একটি নিশ্চিন্তি রয়েছে।”

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button