র্যাব-৭ এর সিনিয়র এএসপি পলাশ সাহার আত্মহত্যা: অফিস কক্ষে নিজ অস্ত্র দিয়ে গুলি

চট্টগ্রাম, ০৭ মে ২০২৫:
আজ বুধবার সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ চট্টগ্রামের বহদ্দারহাট ক্যাম্পে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অভিযানের প্রস্তুতির সময় নিজ অফিস কক্ষে প্রবেশ করে তার ইস্যুকৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অফিস কক্ষে প্রবেশের কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শুনে অন্যান্য র্যাব সদস্যরা দৌঁড়ে আসেন এবং তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ইস্যুকৃত পিস্তলটি পাশেই পড়ে ছিল এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়।
তৎক্ষণাৎ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় র্যাব সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে এই আত্মহত্যা—তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, পলাশ সাহা পেশাগত জীবনে দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।