ক্যাম্পাস বার্তা

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে প্রায় ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সংশ্লিষ্ট সবার প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ ও নির্বিঘ্নভাবে পরীক্ষায় অংশ নিতে পারে। এ লক্ষ্যে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সরকারি সংস্থাগুলোর সহযোগিতা অতীব প্রয়োজন।” তিনি আরও জানান, পরীক্ষার সফল আয়োজন নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যথাক্রমে ২৮ এপ্রিল এবং ৫ মে উক্ত পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে। উভয় পরীক্ষাই সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা আশাবাদী যে ‘এ’ ইউনিটের পরীক্ষাটিও একইভাবে সম্পন্ন হবে।

উপাচার্য ড. আনোয়ারুল আজীম আখন্দ আসন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, শিক্ষার্থীদের যাত্রা এবং পরীক্ষার সম্পূর্ণ সময়কাল নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

প্রসঙ্গত, ‘এ’ ইউনিটে সাধারণত বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। পরীক্ষার কেন্দ্রগুলো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, যাতে শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলে পরীক্ষা দিতে পারে

ধ্রুবকন্ঠ/এসপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button