নারী ও শিশু

নোয়াখালীতে শিশুকে কাঠবাদামের প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়াতে কাঠবাদামের প্রলোভন দেখিয়ে এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত সোমবার (৪ মে) দুপুরে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামের কামাল উদ্দিন বাড়ির মো. কামাল উদ্দিন (৫০) এর বিরুদ্ধে ধর্ষণকান্ডের এই অভিযোগ ওঠে। তবে সমাধানের আশ্বাসে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জোরেশোরে চেষ্টা চালাচ্ছে একটি মহল।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির পাশে কামাল উদ্দিনের বাড়িতে মেয়েকে একটি প্রয়োজনে তাঁর ছেলের বউয়ের কাছে পাঠাই। এসময় কামাল উদ্দিন আমার ৬ বছর বয়সী ছোট্ট মেয়েকে কাঠবাদাম কুড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে পুকুর পাড়ের একটি গাছের নিচে তাঁর হাত-পা ও মুখ ছেপে ধরে তাঁর পরনের পায়জামা খুলে তাকে নির্যাতন (ধর্ষণ) করে। পরে মুখ বন্ধ অবস্থায় মেয়ের কাঁতরানি শুনে পাশের পথচারী এক নারী এগিয়ে আসে এবং ঘটনাটি দেখে ফেলে। পরে ওই পথচারী নারী বিষয়টি কামাল উদ্দিন এবং আমাদের পরিবারকে জানায় এবং ঘটনাটি আশে-পাশে পুরোপুরি জানাজানি হলে আমরা সমাজের গণ্যমান্য কয়েকজন ব্যক্তিবর্গকে জানাই। স্থানীয়রা বিষয়টি সমাধান করবে বলে আমাদের আশ্বস্ত করেন। কিন্তু ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো কোনো সমাধান হয়নি। 

ভুক্তভোগী শিশুর মা আরো জানায়, যদি ওই মহিলা ঘটনাটি না দেখে ফেলতো তাহলে আমার মেয়েকে মেরেই ফেলতো। আমরা যদি ৬ বছর বয়সী ছোট্ট এই শিশু নির্যাতনের (ধর্ষণের) ঘটনার সঠিক বিচার না পাই তাহলে আইনের আশ্রয় নেব।  

স্থানীয়রা অভিযোগ করেন, কামাল উদ্দিন নামের ওই ব্যক্তি বিভিন্ন সময় মহিলাদের খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন করতো। তার স্বভাব চরিত্র অনেক খারাপ। এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা প্রশাসনের নিকট তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সরেজমিনে গিয়ে এবিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত কামাল উদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানির পরপরই ধর্ষক কামাল উদ্দিন পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এবিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। পরে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের মামলা করতে থানায় আসার আহ্বান করেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধ্রুবকন্ঠ/এসপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button