অপরাধ ও দুর্নীতিসারাদেশ

জুলাই-আগষ্ট হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহ আলী প্রধান গ্রেপ্তার

জুলাই-আগষ্ট ছাত্র হত্যা মামলার আসামি তুরাগ থানার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি শাহ আলী প্রধানকে গ্রেপ্তার করেছে । রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় আজ সন্ধায় তাকে তুরাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তুরাগ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ আলী প্রধানকে পল্টন থানায় দায়ের করা ২/২০২৫ নম্বর মামলার ২১৪ নম্বর আসামি।

পল্টন থানার মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক অধিযাচনপত্রের আলোকে এজাহারনামীয় আসামি তিনি। তাকে তুরাগ থানা এলাকা হতে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তুরাগ থানার অধিযাচনপত্রের মামলার সঙ্গে সব তথ্য মিলে যায় ও নাম-ঠিকানা প্রকাশ করে।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তার শাহ আলী প্রধানকে জমি দখল এবং চাঁদাবাজির জন্য আলাদা কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন।

প্রসঙ্গত, পল্টন থানার আওতাধীন জুলাই-আগস্ট মাসে সংঘটিত নিরপরাধ ছাত্র-জনতার ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে যত হামলা ও নৈরাজ্য সৃষ্টির নেপথ্যে শাহ আলী প্রধানকে অন্যতম ইন্ধন ও অর্থদাতা বলে অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট হত্যাযজ্ঞকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন থানায় শাহ আলী প্রধান নামে ৩টি মামলা হয়েছে।

ধ্রুবকন্ঠ/এমআর

ডেস্ক রিপোর্ট

ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button