খেলাধুলা

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- ২০২৫’ এর শুভ উদ্বোধন

বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও ফেডারেশন সভাপতি মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান – এর উদ্যোগে এবং নৌবাহিনীর সহযোগিতায় নবীন, প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- ২০২৫’ শীর্ষক দেশের সর্ববৃহৎ সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচির শুভ উদ্বোধন আজ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল আব্দুল্লাহ্-আল-মাকসুস এবং ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট উচ্চপদস্থ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী, সম্ভাবনাময়ী ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে পর্যায়ক্রমে নির্বাচন এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দেশের ক্রীড়াসম্পদে পরিণত করা হবে। এই প্রশিক্ষিত সাঁতারুগণ ভবিষ্যতে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের জন্য অর্জন ও সুনাম বয়ে আনবে বলে আশা করা যায়।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button