নোয়াখালী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরামর্শ বাস্তবায়নে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ

নোসক প্রতিনিধিঃ
মোঃ আকরাম উদ্দীন
নোয়াখালী সরকারি কলেজে (ইন্টারমিডিয়েট ক্যাম্পাস) একাদশ শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাউন্সেলিং ক্লাসে পাওয়া অভিযোগ, পরামর্শ ও সুপারিশের ভিত্তিতে উল্লেখযোগ্য সংখ্যক উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন এবং উপাধ্যক্ষ এ.বি.এম ছানাউল্ল্যাহ স্যারের নির্দেশনায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে নিচের কাজগুলো সম্পন্ন করেছে:
১. চারটি শ্রেণিকক্ষে মাইক্রোফোন ও স্পিকার সচল করা হয়েছে।
২. সব অ্যাম্প্লিফায়ার মেশিন সচল করে সাউন্ড সিস্টেম উন্নত করা হয়েছে।
৩. পানির ফিল্টার কার্যকর করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান করতে পারে।
৪. নিচতলায় একটি কক্ষে কমনরুম লাইব্রেরি চালু করা হয়েছে।
৫. শ্রেণিকক্ষের বেঞ্চ ধুয়ে পরিষ্কার করা হয়েছে; মেঝে পরিষ্কারের কাজও শিগগির সম্পন্ন হবে।
৬. অচল ফ্যান ও টিউব লাইট মেরামত করে সচল করা হয়েছে।
৭. প্রতিটি তলায় ময়লা ফেলার বিন স্থাপন করা হয়েছে।
৮. একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস বিভাগ থেকে সংগ্রহ করে শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ ও ক্লাসে জানানো হচ্ছে।
৯. ভাঙা বেসিন ও হোয়াইট বোর্ড সরিয়ে নতুন বেসিন ও বোর্ড স্থাপন করা হয়েছে।
১০. পিয়নদের আচরণ ও দায়িত্ব পালনে সচেতন করা হয়েছে।
১১. ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বারান্দায় শিগগিরই ফুলের গাছ (বাগান বিলাস জাতীয়) স্থাপন করা হবে।
১২. স্টোররুমের নতুন ও পুরাতন ইলেকট্রনিকস ও অন্যান্য দ্রব্যের স্টক রেজিস্ট্রার প্রস্তুত করা হচ্ছে।
১৩. ক্লাস রুটিন সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে জানানো হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক পরামর্শ বাস্তবায়নে তারা আন্তরিক। কো-অর্ডিনেশন কমিটিকে সহযোগিতার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানানো হয়। সাউন্ড সিস্টেমে ভলিউম টিউন করার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীকে সহায়তা করতে বলা হয়েছে।