বৈষম্যবিরোধী আন্দোলনের দুই হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা কারাগারে

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় গুলিতে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেনকে হত্যার মামলায় ছাত্রলীগ নেতা আজীম আহম্মেদ নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১২ মে) দিবাগত রাত ১২টার পর ঢাকার কাফরুল থানার কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজীম আহম্মেদ পৌরসভার বরুনাতৈল গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার উপ-তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। মেহেদী হাসান রাব্বী ও ফরহাদ হোসেন হত্যা মামলার ৭ নম্বর আসামি আজীম আহম্মেদ। পুলিশ তাকে এ দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। এ ছাড়া জুলাই-আগস্টের ঘটনায় হওয়া আরও একটি মামলার আসামি হিসেবে নাম রয়েছে আজীমের।