চট্টগ্রাম

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদর উপজেলায় ছালেহ উদ্দিন ভূঁঞা নামের এক বিএনপি নেতাকে মিথ্যা তথ্য উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করে হয়রানির অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন অভিযোগ করেন নোয়ান্নই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড সদস্য ছালেহ উদ্দিন ভূঁঞা।

তিনি অভিযোগ করে বলেন, “গত বুধবার (১৪ মে) ধ্রুবকন্ঠ অনলাইন পত্রিকায় ‘আ.লীগ চেয়ারম্যানের জরুরী সভার প্রটোকলে বিএনপি নেতা’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল সাংবাদিকদের নিকট ভুল তথ্য উপস্থাপন করায় উক্ত সংবাদ প্রকাশিত হয়েছে। আমি এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নিজের অবস্থান স্পষ্ট ছালেহ উদ্দিন ভূঁঞা বলেন “পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদের নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) ফুলেল শুভেচ্ছা জানানো এবং টিসিবির পন্য বিতরণ বিষয়ক সভা চলাকালীন সময়ে হঠাৎ করে চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ তার কয়েকজন সহযোগী নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। পরে তাৎক্ষণিকভাবে ইউপি সদস্যগণের সাথে তিনিও সচিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ নিয়ে পরিষদের বিএনপিপন্থী তিনজন মেম্বার (মো. জামাল উদ্দিন, আবদুর রহমান কাজল ও ছালেহ উদ্দিন ভুঁইয়া) এবং কয়েকজন নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানালে তিনি দ্রুত সভাস্থল ত্যাগ করেন। ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা জনপ্রতিনিধিগণ আইনপরিপন্থী কোনো কাজ করিনি।

তিনি বলেন, “আমাদের সাথে সৈরাচারের দোসর এই চেয়ারম্যানের কোনো যোগসূত্র নেই বরং পরিষদে তাঁর অনিয়ম, দূর্নীতি অনুপস্থিতি, সেচ্ছাচারিতা সহ আরো অনেক অভিযোগ তুলে তাঁর অব্যাহতির জন্য আমরা সাতজন ইউপি সদস্য ডিসি/ইউএনও সহ কয়েকটি সরকারি দফতরে অভিযোগপত্র জমা দেই। কিন্তু কি করে তিনি তবিয়তে বহাল থাকেন তা আমাদের জানা নেই। এখন আমাদেরকে যদি বলা হয় আমরা আওয়ামী লীগ পুনর্বাসন করছি কিংবা এই চেয়ারম্যানকে প্রটোকল দিচ্ছি তাহলে আমাদের এই দুঃখ/কষ্ট কোথায় রাখি? নোয়াখালী জেলার বিজ্ঞ সাংবাদিকগণ সরজমিন তদন্তপূর্বক প্রকৃত সংবাদ তুলে ধরার বিনীত অনুরোধ করছি।”

ধ্রুবকন্ঠ/এসপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button