র্যাগ ডে ঘিরে অপসংস্কৃতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে নোসক প্রশাসন কে দাওয়াহ সার্কেলের স্মারকলিপি

মোঃ আকরাম উদ্দীন, নোসক প্রতিনিধি :
কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট ও শাখা গুলোর বিদায়ী অনুষ্ঠান বা র্যাগ ডে উৎসবের আয়োজন ঘিরে অশ্লীলতা ও অপসংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে নোয়াখালী সরকারি কলেজ (নোসক) প্রশাসনের নিকট তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দাওয়াহ সার্কেল নোসক শাখা।
আজ রবিবার (১৪ মে) সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে দাওয়াহ সার্কেলের প্রতিনিধিরা অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেয়।
স্মারকলিপিতে তারা বলেন, প্রতি বছর অনার্স ৪র্থ বর্ষের বিদায় উপলক্ষে কলেজে যে অনুষ্ঠানগুলো হচ্ছে তা অশ্লীলতা পূর্ণ। আমাদের কলেজে (বিদায় অনুষ্ঠান) “র্যাগ ডে” নামে যে অনুষ্ঠান পালিত হয়ে আসছে, তা বর্তমানে একটি সুস্থ সংস্কৃতিমূলক আয়োজন না হয়ে বরং একটি অশ্লীলতা, বেহায়াপনা ও অপসংস্কৃতির উৎসবে পরিণত হয়েছে। এদিন অনেক শিক্ষার্থী অশালীন পোশাকে, অশ্লীল গানে, উচ্চ শব্দে ডিজে পার্টি ও উচ্ছৃঙ্খল আচরণে লিপ্ত হয়—যা একটি শিক্ষাঙ্গনের পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এই ব্যাপারে আমরা বেশ উদ্বিগ্ন।
আমরা মনে করি, একজন শিক্ষার্থীর মূল পরিচয় তার শালীনতা, শিষ্টাচার ও নৈতিকতায়। ইসলামী আদর্শ অনুযায়ী, অশ্লীলতা, অপসংস্কৃতি ও উচ্ছৃঙ্খলতা স্পষ্টভাবে নিষিদ্ধ। আল-কোরআনে আল্লাহ তায়ালা বলেন:
“নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রনাদায়ক শাস্তি।” (সূরা নূর, আয়াত ১৯)
এসময় কলেজ প্রশাসনের নিকট উক্ত স্মারকলিপিতে তারা ৩ দফা দাবি পেশ করেন। দাবি গুলো হলো-
১. র্যাগ ডে উপলক্ষে অশ্লীলতা, ডিজে পার্টি, উচ্চ শব্দে গান, অশোভন আচরণ ইত্যাদি কঠোরভাবে নিষিদ্ধ করা হোক।
২. র্যাগ ডে-কে একটি সুস্থ, শিক্ষণীয় ও নৈতিকতাপূর্ণ অনুষ্ঠানে রূপান্তর করার জন্য একটি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হোক।
৩. ইসলামী ও সামাজিক মূল্যবোধের আলোকে যে কোনো অনুষ্ঠানের আয়োজন নিশ্চিত করা হোক, যাতে শিক্ষার্থীরা শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে তাদের আবেগ প্রকাশ করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজ দাওয়াহ সার্কেলের প্রদান সংগঠক আব্দুর রহমান রবিন, দাওয়াহ সার্কেলের সদস্য মোহাইমিনুল ইসলাম আসিফ, মোঃ সোহেল হোসেন, ফুয়াদ হোসেন প্রমুখ।