ক্যাম্পাস বার্তা

নোসক সাংবাদিক সমিতির উদ্যোগে সামাজিক সংগঠনের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আকরাম উদ্দীন, নোসক প্রতিনিধিঃ

নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার কলেজের হিসাববিজ্ঞান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে এক মিলনমেলা ও মতবিনিময় সভা। কলেজের বিভিন্ন অরাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সৃজনশীল সংগঠনের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করে।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সদস্য সচিব নুর হোসেন। সঞ্চালনা করেন সদস্য আব্দুর রহিম এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সুমাইয়া আক্তার। এছাড়া আরো উপস্থিত ছিলেন নোসক সাংবাদিক সমিতির সদস্য মোঃ আকরাম হোসেন ও মোঃ মুজাহিদুল ইসলাম ভুঁইয়া।

সভায় বক্তব্য রাখেন—
নোসক বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল জয়া ভৌমিক,নোসক রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট হোসনে মোবারক,এনজিসি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত রিজভী,ফসফিরা এনজিসি ক্যারিয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন প্লাবন,দাওয়া সার্কেলের প্রধান সংগঠক আব্দুর রহমান রবিন,বাঁধন (নোয়াখালী সরকারি কলেজ ইউনিট, বিভাগীয় জোন-২) এর সাধারণ সম্পাদক ইমরান উল মাওলা,UNDP-এর স্টুডেন্ট ফোকাল মিনহাজুল ইসলাম,সূবর্ণচর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফারাবী এবং হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ, নোয়াখালীর সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, হাতিয়া ছাত্র ফোরাম নোয়াখালীর প্রতিনিধি মেহেদী হাসান।

প্রধান আলোচক হিসেবে সাংবাদিক সমিতির সদস্য সচিব নুর হোসেন বলেন, “কলেজ সাংবাদিক সমিতি শুধু সংবাদ পরিবেশনেই নয়, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখতে চায়। এ ধরনের মতবিনিময় আমাদের ঐক্য ও সমন্বয়কে আরও সুদৃঢ় করে।” কলেজের যে কোন উন্নয়নমূলক ও সমস্যা নিয়ে আমরা নিউজ করবো। তিনি আরো বলেন সংবিধানের ৩৯(২) খ অনুচ্ছেদ সংবাদপত্রের যে স্বাধীনতার কথা বলা আছে আমরা সেই অনুযায়ী কাজ করবো, সদা সত্য সংবাদ দেওয়ার চেষ্ঠা করবো।

বক্তারা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা ও সাংগঠনিক দক্ষতা অর্জনের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান।
সংগঠনের বিভিন্ন বক্তারা আরো বলেন আমরা দীর্ঘদিন যাবৎ এরূপ অরাজনৈতিক সংগঠনগুলো নিয়ে একটা মতবিনিময় সভার আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু তা হয়ে উঠে নাই আজকে নোয়াখালী সরকারী কলেজ সাংবাদিক সমিতির উদ্যেগে তা হয়েছে এজন্য নোসক সাংবাদিক সমিতিকে অসংখ্য ধন্যবাদ। তারা আরো বলেন আমরা নোসক সকল অরাজনৈতিক সংগঠন কলেজের যে কোন উন্নয়নে সবাই একতাবদ্ধ।

অনুষ্ঠানটি কলেজের বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

ধ্রুবকন্ঠ/এসপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button