ঢাকা

ধানমন্ডি-হাজারীবাগ সড়কে জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

এইচ এম শাহ পরান, নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড থেকে হাজারীবাগ ও ট্যানারি মোড় পর্যন্ত সড়কে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯.৩০টা থেকে ১১টা পর্যন্ত বৃষ্টির পর দুপুর ১টা পর্যন্ত ওই সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা গেছে। এতে করে রিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দা মাহামুদ রায়হান জানান, “এ রাস্তায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। সকালের দিকে বৃষ্টি হলে এ জলাবদ্ধতা সারাদিন থাকে। এ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো নয়।”

রিকশাচালক ইমন মিয়া বলেন, “এ রাস্তায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। এতে যাত্রীদের নিয়ে যেতে খুব কষ্ট হয়। বিশেষ করে নারী যাত্রীদের কোথাও নামতে চাইলে খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হয়।”

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “জিগাতলার সড়কটি আমরা দেখব এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়টিও বিবেচনা করা হবে। আমি নিজে খবর নেব।”

উল্লেখ্য, রাজধানীতে জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। বিভিন্ন সংস্থার উন্নয়নকাজের কারণে ড্রেনেজ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিকল্পিত সড়ক তৈরি না হওয়ায় পানি সরতে পারছে না।

নগর পরিকল্পনাবিদদের মতে, বৃষ্টির পানি যথাযথভাবে নিষ্কাশন করতে হলে বিদ্যমান খালগুলো পুরোপুরি সচল রাখা জরুরি।

স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে সামান্য বৃষ্টিতেই এ ধরনের দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে।

ধ্রুবকন্ঠ/এসপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button