শ্রেষ্ঠত্বের মুকুট নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসির ক্যাডেটদের শিরেঃ

নোসক প্রতিনিধিঃ
মো: আকরাম হোসেন
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ময়নামতি রেজিমেন্টের আওতাধীন ০৬ বিএনসিসি ব্যাটালিয়নের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ১৭ মে থেকে ২২ মে ২০২৫ পর্যন্ত নোয়াখালী জিলা স্কুলে অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণে নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের একটি দল অংশগ্রহণ করে। প্রশিক্ষণে প্রাকৃতিক দুর্যোগে দ্রুত প্রতিক্রিয়া, ত্রাণ কার্যক্রম পরিচালনা, উদ্ধার তৎপরতা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয় মূল্যায়ন পরীক্ষা ও সনদ বিতরণ অনুষ্ঠান। এতে নোয়াখালী সরকারি কলেজের ক্যাডেট কর্পোরাল আরিফুল ইসলাম শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হন। একইসঙ্গে ক্যাডেট ফাতেমা আক্তার সিন্তি শ্রেষ্ঠ ক্যাডেট (তৃতীয়) স্থান অর্জন করেন।
ক্যাডেট কর্পোরাল আরিফুল ইসলাম বলেন,
“৬ বিএনসিসি ব্যাটালিয়নের আয়োজিত এই প্রশিক্ষণে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এটি ছিল আমার জন্য এক নতুন অভিজ্ঞতা, যা আমাকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার নানা গুরুত্বপূর্ণ দিক শিখতে সাহায্য করেছে। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব প্রদানের দক্ষতা ও দ্রুত চিন্তা করার সক্ষমতা উন্নয়নে এ প্রশিক্ষণ বড় ভূমিকা রেখেছে। ভবিষ্যতে যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে আমি আরও কার্যকরভাবে কাজ করতে পারব বলে আশাবাদী। আমি সকল ক্যাডেটদের এ ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানাই, বিশেষত উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জন্য এটি অত্যন্ত জরুরি।”
এই সাফল্যে নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রশিক্ষণ ক্যাডেটদের বাস্তব জীবনে দুর্যোগ মোকাবিলায় আরও প্রস্তুত ও দক্ষ করে তুলবে।
ধ্রুবকন্ঠ/এমআর