ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পোস্ট করায় বিবিসি থেকে ছাঁটাই গ্যারি লিনেকার।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিপাকে পড়েছেন ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ও বিশ্লেষক গ্যারি লিনেকার। গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ছাটাই হলেন বিসিবি থেকে।
ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর কারণে ২৫ বছরের সম্পর্কে ছেদ পড়লো বিসিবির সঙ্গে লিনেকারের।
১৯৮৬ বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ জেতা এই কিংবদন্তী ফুটবলারের খ্যাতি ছিল বিশ্লেষক হিসেবে। দীর্ঘদিন ধরেই বিবিসিতে ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানের উপস্থাপনা করতেন তিনি।
বিবিসি থেকে ছাটাই হওয়ায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত চুক্তি এখন থেকে অকার্যকর হয়ে গেছে।
কিংবদন্তী এই ফুটবলারের শেয়ার করা ছবিতে একটি প্রতীক থাকায় মূলত সমালোচনার মুখে পড়েন তিনি। যা কিনা অতীতে ইহুদি-বিরোধী বার্তার সঙ্গে জড়িত ছিল। পরে তিনি তা মুছে দুঃখ প্রকাশ করেন।
মানবাধিকারকর্মীদের মতে, ইসরায়েলের সমালোচক ও ফিলিস্তিনপন্থী কণ্ঠ দমনের ধারাবাহিকতায় এটি এক নিদর্শন। তবে লিনেকারের পাশে দাঁড়িয়েছেন অসংখ্য ভক্ত ও বিশ্লেষক, যারা #IStandWithGary ও #FreeSpeechMatters হ্যাশট্যাগে প্রতিবাদ জানাচ্ছেন।
ধ্রুবকন্ঠ/এমআর