খেলাধুলা

নাটকীয় সিজন শেষে লিগ শিরোপা ম্যারাডোনার নাপোলির।

ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দুবার সিরি আ শিরোপা জিতেছিল নাপোলি। এরপর তৃতীয় শিরোপা জেতার জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর।

তবে তৃতীয় শিরোপা জেতার পর চতুর্থ শিরোপার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না নাপোলিকে। এক মৌসুম বিরতি দিয়ে এবার নাটকীয় এক মৌসুম শেষে আবারও লিগ জিতল ম্যারাডোনার  ক্লাবটি।

ইতালির শীর্ষ লিগে মৌসুমের শুরু থেকেই নিরঙ্কুশ আধিপত্য ছিল না কারোই। প্রথম দিকে নাপোলি, আতালান্তা ও ইন্টার মিলান নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এমনকি উড়ন্ত পারফরম্যান্সে লিগ জয়ের দৌড়ে এগিয়ে গিয়েছিল আতালান্তাই। কিন্তু মৌসুম যতই এগিয়েছে, পথ হারিয়েছে আতালান্তা। একপর্যায়ে লড়াই সীমিত হয়ে পড়ে ইন্টার মিলান ও নাপোলির মধ্যে। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধানও ছিল সামান্য।

গতকাল রাতে দুই দল যখন নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামে, তখন তাদের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল ১। অর্থাৎ শেষ ম্যাচে পয়েন্ট হারানোর কোনো সুযোগ ছিল কারোই। তবে নাপোলি জিতলেই চ্যাম্পিয়ন। সে ক্ষেত্রে টানা দ্বিতীয় শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হবে ইন্টারকে।

ইন্টার কোমোর বিপক্ষে ম্যাচটি ২–০ গোলে জিতেছে ঠিকই, কিন্তু জয় পেয়েছে নাপোলিও। নেপলসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে কালিয়ারির বিপক্ষে নাপোলিও জিতেছে ২–০ গোলে। এর ফলে শেষ পর্যন্ত শিরোপা ওঠে তাদের হাতেই। ৩৮ ম্যাচের মৌসুম শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ শেষ করল ইন্টার।

কাল নাপোলির শিরোপা জয় নিশ্চিতের পরই গোটা স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয় নেপলস শহর। মাঠে উদ্‌যাপন করেছেন খেলোয়াড়েরা আর মাঠের বাইরে শহরজুড়ে উল্লাস করেছেন সমর্থকেরা। তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় শিরোপা জয় নিশ্চিতভাবে নাপোলির জন্য বিশেষ কিছু, যা বিশেষ হয়েছে নাপোলির কোচ আন্তনিও কন্তের জন্যও।

প্রথম কোচ হিসেবে তিনি ভিন্ন তিনটি ক্লাবের হয়ে ইতালিয়ান শীর্ষ লিগের শিরোপা জিতলেন। ২০১১–১২ ও ২০১২–১৩ মৌসুমে কন্তে শিরোপা জিতেছেন জুভেন্টাসের হয়ে। এরপর ২০২০–২১ জিতেছেন ইন্টার মিলানের হয়ে আর এবার জিতলেন নাপোলির হয়ে।

ধ্রুবকন্ঠ/এমআর

মোহাম্মদ রায়হান

স্পোর্টস ডেস্ক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button