সবুজ ক্যাম্পাস বিনির্মানে নোবিপ্রবি সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ

নোবিপ্রবি প্রতিনিধিঃ
ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও সবুজ ক্যাম্পাস গড়তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি করেছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি।
শনিবার (২৪ মে, ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রহুল আমিন মিলনায়তনের সম্মুখ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেছে চারা বিতরণকারী সংগঠন চন্দ্রকলি।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়ের চৌধুরী, ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “বর্ষার আগমনের এই মুহুর্ত বৃক্ষরোপণের উপযুক্ত সময়। সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটি প্রশংসার দাবিদার। জলবায়ুর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি সাধুবাদ জানাই এবং সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো: ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুদ্দাচ্ছির নাসিফ, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কার্যনির্বাহী কমিটির সদস্য ঝুমন নিয়াজ, ফাইজা প্রমি, সাধারণ সদস্য ইযহার, শফিউল্লাহ, তাওফিক, মিরাজ, সাদিক, সিয়াম, মামুন, জেরিন সহ প্রমুখ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।