Uncategorized

চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট-২৪ এর ‘মিডিয়া নাইট’ অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চট্টগ্রামে ৩য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মিড়িয়া ক্রিকেট ফেস্ট-২০২৪ এর মিডিয়া নাইট

আজ ১২ ডিসেম্বর নগরীর অভিজাত কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই মিডিয়া নাইট সিরিমনি।

এবারের চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট-২৪ অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহনকারী ৮ টি দলের স্বত্তাধীকারী ও তাদের প্রতিনিধিবৃন্দ অংশ নেয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এসিস্ট্যান্ট কমিশনার রাকিবুল ইসলাম, জাহিদুর ইসলাম কচি, মানজুমা মোরশেদ, ওপেলিয়া চৌধুরী, সালেহ রবি জন, সায়মন সাদাত।

চট্টগ্রাম মিডিয়া ফেস্ট-২০২৪ আয়োজক কমিটির প্রধান তানভীর হায়দার বলেন, প্রথম ও ৩য় বার আয়োজনের পর চট্টগ্রাম শহরে এই টুর্নামেন্ট বেশ আলোড়ন সৃষ্টি করে তারই ধারাবাহিকতায় ৩য় বারের মত চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এইবার রেজিষ্ট্রেশনের জন্য ১৭২ জন আবেদন করলেও ১০২ জনকে নিয়ে ৮ টি দলে ভাগ করা হয়েছে। সবাইকে মাঠে এসে খেলা উপভোগ করার আহবান ও জানান তিনি।

এবারের টুর্নামেন্টে টাইটেল স্পন্সর থাকছে মুন্নাস একাডেমি এছাড়াও পাওয়ার্ড বাই হিসেবে থাকছেন ফুডি। সহযোগিতা আরো থাকবে

মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সিএন টিভি
ও ব্রডকাস্টিং পার্টনার হিসেবে থাকছে N sports.

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button