বানিজ্য

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ পর্দা নামছে আগামীকাল রবিবার


পর্দা নামছে ৪ দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ এর । গত ১৩ ফেব্রুয়ারি বন্দরনগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এ শুরু হয় রিহ্যাব চট্টগ্রামে ফেয়ার ২০২৫। আগামীকাল রবিবার রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৫- এর পর্দা নামবে রাত ৯ টায়। মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করছে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান।

বন্দরনগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এ অনুষ্ঠিত মেলায় প্রথম বারের মত আগত ক্রেতাদের শিশুদের জন্য মনোরোম কিডস জোন এর ব্যবস্তা করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামে সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশে সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৪ বার প্রবেশ করতে পারবেন। টিকিটের রাফেল ড্রতে প্রতিদিন থাকছে থাকছে আকর্ষণীয় পুরস্কার।
মেলার শেষ দিন অনেক ক্রেতা দর্শনার্থীর জনসমাগম হবে এমন প্রত্যাশা করছেন মেলায় অংশ কারী প্রতিষ্ঠানগুলো। মেলায় এক সাথে অনেকগুলো প্রতিষ্ঠান অংশ নেওয়াতে ক্রেতারা সহজে যাচাই বাছাই করে কাংখিত ফ্ল্যাট-প্লট খুঁজে নিতে পারবেন। মেলা উপলক্ষে অংধিকাংশ প্রতিষ্ঠান তাদের প্রকল্পের ফ্ল্যাট ও প্লটে বিশাল ডিস্কাউন্ট দিচ্ছেন। মাধ্যমে তিনি চেষ্টা করছেন নাগরিকদের মৌলিক অধিকার পুরণ করতে।

এবারের ফেয়ারে ৬৩টি স্টল রয়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও ৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ৫টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। অর্থলগ্নীকারী ব্যাংকগুলো মেলা উপলক্ষে সহজে ঋণের ব্যবস্থা করে দিচ্ছেন। সব মিলে ৪৩টি প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য এবং সেবা তুলে ধরছেন।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button