তথ্যপ্রযুক্তি

চবির গাজি মোহাইসিন ইকবাল এখন মেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার

বিশ্ববিখ্যাত টেক জায়ান্ট কোম্পানি মেটায় কাজ করার সুযোগ পেয়েছেন চট্টগ্রামের সন্তান গাজী মোহাইমিন ইকবাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই সাবেক শিক্ষার্থী চলতি মাসের ১৮ তারিখ মেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন।

মেধাবী এই তরুণ বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের চৌধুরীহাট এলাকায়। তার বড়ভাই ইয়ামিন ইকবালও একজন দক্ষ প্রোগ্রামার এবং বর্তমানে তিনি আরেক টেক জায়ান্ট গুগলে কর্মরত রয়েছেন। মুলত বড়ভাইকে দেখেই প্রোগ্রামিং এর প্রেমে পড়েছিলেন মোহাইমিন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হন। চবিতে অধ্যায়নকালে বেশ কয়েকবার ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্টে শীর্ষস্থান দখল করেছেন মোহাইমিন।

চবি থেকে স্নাতক সম্পন্ন করার পর উচ্চ শিক্ষার জন্য তিনি পাড়ি জমান আমেরিকায়। বর্তমানে দেশটির সান জোসে স্টেট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর সম্পন্ন করছেন এই চাটগাঁইয়া প্রোগ্রামার। এরই মাঝে গুগল ও মেটার মতো জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানিগুলোয় চাকরির জন্য আবেদন করেন মোহাইমিন। নিজের দক্ষতার জোড়ে দুটো কোম্পানিতেই সিলেক্ট হয়ে যান তিনি। শেষমেষ নিজের ক্যারিয়ার অপশন হিসেবে মেটাকেই বেছে নেন মোহাইমিন ইকবাল।

মেটার মতো বিশ্ববিখ্যাত জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত হতে পারা শুধুমাত্র মোহাইমিন নয় বরং গোটা বাংলাদেশের জন্যও গর্বের বিষয়।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button