রাজনীতি

এমন রাজনীতি চাই যেখানে পারিবারিক আধিপত্য থাকবে না: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, আমরা এমন এক রাজনীতি চাই যেখানে কোনো পারিবারিক আধিপত্য থাকবে না। এমন এক রাজনীতি চাই যেখানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া হবে। বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। আমরা এর অবসান চাই।

শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাসনিম জারা বলেন, আগামীর বাংলাদেশে ক্ষমতা যেন একক পরিবারের মধ্যে কুক্ষিগত না থাকে। রাজনীতিতে যে কেউ নেতৃত্ব দিতে পারবে, যেখানে তার ব্যক্তিগত পরিচয় মুখ্য হবে না। সবাই তার নিজ মেধা ও যোগ্যতায় নেতৃত্ব দেবে।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button