চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে বিশুদ্ধ খাবার পানির জন্য গভীর নলকূপ উদ্বোধন

আজ ২৫ মার্চ চট্টগ্রাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিশুদ্ধ খাবার পানির সুবিধার্থে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আজ দুপুরে এই নলকূপের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের সুপেয় পানির চাহিদা মেটাতে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ পানির অভাব জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তাই আমরা চাই এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হোক।”
এসময় আরো উপস্থিত ছিলেন চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোঃ আজম খান এবং
সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন।
তারা জানান, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ব্যবসায়ীদের জন্য আরও সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল ও পানির প্রথম চালু পরীক্ষামূলকভাবে সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরজীবনে উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে, যার মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ অন্যতম।