চট্টগ্রাম

মেয়র ডা. শাহদাতের প্রসংশনীয় উদ্যোগ, হকারমুক্ত চট্টগ্রাম নিউমার্কেট এলাকা

নিউমার্কেট এলাকার ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত হয়েছে। কোন ধরনের সংঘাত সংঘর্ষ ছাড়া সমঝোতার মাধ্যমে মেয়র এই হকারদের সরাতে সক্ষম হয়েছেন। (যদিও জানা নেই এটা কতক্ষন বা কতদিন স্থায়ী হবে) তবে নির্দিষ্ট একটা সময়ে হকারদের ব্যবসা করার সুযোগ দেওয়া হবে বলেও মেয়র জানিয়েছেন। এই উদ্যোগ প্রসংশনীয়।
একই সাথে চট্টগ্রামের অন্যান্য ব্যস্ততম এলাকার ফুটপাতগুলোও পথচারীদের উন্মুক্ত করতে মেয়র মহোদয়ের কঠোর এবং জরুরী উদ্যোগ প্রত্যাশা করি। বিশেষ করে, জিইসি, দুই নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দার হাট, চকবাজার, অক্সিজেন-অনন্যা রোড, জামালখান রোড. মোমিন রোড, আন্দরকিল্লা, সিরাজউদৌলা রোডসহ অনেক ব্যস্ততম সড়কের প্রায় অর্ধেকাংশ হকারদের দখলে। আবার দেখা যায় সড়কের পাশের দোকানদারা নিজের দোকানের সামনের ফুটপাত ভাড়া দেন হকারদের কাছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ প্রধান সড়কের মাঝখান দিয়ে চলাচল করতে বাধ্য হয়। এতে যেমন যানজট সৃষ্টি হচ্ছে পাশাপাশি বাড়ছে সাধারণ মানুষের দূর্ঘটনার ঝুঁকি।
আসুন আমরা সবাই বিভিন্ন এলাকায় ফুটপাত দখলের চিত্র সামাজিক মাধ্যমে তুলে ধরে মেয়রের দৃষ্টি আকর্ষন করি। নিউ মার্কেট এলাকার মতো যেন নগরের সব ফুটপাত পথচারীদের জন্য যেন উন্মুক্ত হয়। শুধুমাত্র সাংবাদিকদের সংবাদ প্রচারের মাধ্যমে এই সচেতনতা তৈরি হবে না। সবাই মিলে এই শহরকে বাসযোগ্য করতে এগিয়ে আসতে হবে।
মাননীয় মেয়র Shahadat Hossain কে অনুরোধ করবো নগরের অন্যান্য সড়কগুলোর দিকেও এভাবে নজর দিন। আপনি যদি নিজেকে নগরের সত্যিকার মেয়র বা অভিভাবক মনে করেন নগরবাসীর স্বস্থি ফেরানোও আপনার দায়িত্ব। নিউ মার্কেটের হকার উচ্ছেদ করে যে প্রশংসনীয় কাজ করেছেন এই কাজ পুরো নগরে বিস্তৃত করুন। আপনার জন্য ভালোবাসা থাকবে পুরো নগরবাসীর।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button