তার্কিশ এয়ারলাইন্স স্বাধীনতা কাপ ভলিবলপ্রতিযোগিতা – ২০২৫ এ বাংলাদেশ বিমান বাহিনীর ভলিবল দল অপরাজিত চ্যাম্পিয়ন

আজ ২৩ এপ্রিল ২০২৫ তারিখে, শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে তার্কিশ এয়ারলাইন্স স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা – ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনীর ভলিবল দল ৩-২ সেটে বিদ্যূৎ উন্নয়ন বোর্ডের ভলিবল দলকে পরাজিত করে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে বিমান বাহিনী ভলিবল দলের কর্পোরাল তীর্থষ্কর Middle Blocker Best Player, কর্পোরাল ইসমাইল Best Receiver এবং কর্পোরাল নাজমুল Best Setter হিসেবে নির্বাচিত হোন।
উক্ত টুর্নামেন্ট ১৯-২৩ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এতে ৮ টি ভলিবল দল (বাংলাদেশ বিমান বাহিনী, তিতাস গ্যাস, বাংলাদেশ জেল পুলিশ, বিকেএসপি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার) অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর ভলিবল দল ২০১৪ সালের পর পুনরায় দ্বিতীয় বার জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।