ক্যাম্পাস বার্তা

গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

মোঃএরশাদ
মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনে এই পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদানকেন্দ্রের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “খুব চমৎকার ও মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত আমরা কোন জটিলতা দেখতে পাই নি। আশা করি প্রশ্নের মানও যথেষ্ট ভালো হয়েছে এবং পরবর্তী দুই ইউনিটের পরিক্ষাও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।”

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবন ১ কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় মোট ৫৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির,স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ ও ‘রোটারেক্ট ক্লাব অব মাভাবিপ্রবি’ সক্রিয়ভাবে সহযোগিতা করে।পরীক্ষার্থীদের সেবায় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিনামূল্যে সুপেয় পানি বিতরণ,বাইক সার্ভিস সহ বিভিন্ন সহযোগিতা করেন।

কেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও পরিক্ষার্থীরা।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ মে এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button