খেলাধুলা

রিয়াল মাদ্রিদ রেফারিদের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা, কোপা দেল রে ফাইনালের আগে ধুন্ধুমার

স্পেনে রেফারিদের সঙ্গে মাদ্রিদের বিরোধের ঘটনা অনেক দিনের। তবে আজ কোপা দেল রে ফাইনালকে কেন্দ্র করে অতীতের সব কিছু ছাপিয়ে মাদ্রিদ-রেফারি উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

মাদ্রিদের নিজস্ব টিভির মাধ্যমে রেফারিদের বিরুদ্ধে প্রচারণা ও প্ররোচনার অভিযোগ ও রেফারিদের কান্না, রিয়ালের পক্ষ থেকে রেফারিদের প্রত্যাহারের আবেদন ও ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলন না করা এবং শেষ পর্যন্ত রিয়ালের ম্যাচ বয়কটের গুঞ্জন পর্যন্ত গড়িয়েছে।

তবে শেষ খবর হচ্ছে, বার্সেলোনার বিপক্ষে সেভিয়ায় হতে যাওয়া কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদ থাকছে। মাদ্রিদ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, ফাইনাল বয়কটের গুঞ্জন সঠিক নয়। রিয়াল মাদ্রিদ খেলবে।

কোপা দেল রে ফাইনালের ম্যাচ অফিশিয়ালস তালিকায় রেফারি হিসেবে রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া ও ভিএআর হিসেবে পাবলো গঞ্জালেসের নাম দেখেই বিরক্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। এই দুই রেফারির অতীতের কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে গিয়েছিল মনে করে ক্লাবটি। এরপর গতকাল দুই রেফারি সংবাদ সম্মেলন করে জানান, আরএমটিভি তাঁদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। যা তাদের পরিবারকেও ক্ষতিগ্রস্ত করছে।

রেফারিদের অভিযোগ

বেনগোচিয়া এ বিষয়ে বলেন, ‘যখন আপনার ছেলে স্কুলে যায় এবং লোকেরা তাকে বলে যে তার বাবা একজন চোর‘ এটি সত্যিই ভয়ানক।’

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত রেফারি বেনগোচিয়াকে (বাঁয়ে) সান্ত্বনা দেন আরেক রেফারি গঞ্জালেস ।এএফপি

২৪ তারিখে আরএমটিভি কোপা দেল রে ফাইনালের রেফারিদের নিয়ে যে অনুষ্ঠান করেছে, সে দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘(ভিডিওতে যা বলা হয়েছে) তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই কথার পরিণাম কী দাঁড়াচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সামাজিকভাবে হয়রানির কথা জানাতে গিয়ে চোখে জলও চলে আসে বেনগোচিয়ার। একই সংবাদ সম্মেলনে ভিএআর রেফারি গঞ্জালেসও কথা বলেন।

তিনি জানান, স্প্যানিশ রেফারিরা এ ধরনের ঘটনায় ভবিষ্যতে ব্যবস্থা নিতে পারে, ‘আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা এটা আর হতে দেব না। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। সন্দেহ নেই, আমরা যা সহ্য করে আসছি তা আর সহ্য করব না।।’

রিয়ালের রেফারি বদলের অনুরোধ

রেফারিদের সংবাদ সম্মেলনের পর তাঁদের বক্তব্যকে রিয়াল মাদ্রিদ ‘অগ্রহণযোগ্য’ ও ‘পূর্বপরিকল্পিত’ বলে অভিহিত করেছে।  ফুটবলের সফলতম ক্লাবটি স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) জানায়, দুই রেফারি কোপা দেল রে ফাইনাল পরিচালনার পর্যায়ে নেই। তাদের যেন বদলি করা হয়।

তবে আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান রিয়ালের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, ‘এটা যারা (টেকনিক্যাল কমিটি) রেফারিদের নিয়োগ করে, তাদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকব না।’

স্পেনের ডিজিটাল ক্রীড়ামাধ্যম রেলেভো জানায়, রেফারি নিয়ে কোনো সমাধান না হলে কোপা দেল রে ফাইনাল বয়কট করতে পারে রিয়াল ।

তবে শেষ পর্যন্ত তা হয়নি। মাদ্রিদ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে খেলায় অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেছে, ‘আমাদের দল কখনোই ফাইনাল খেলা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করেনি।’

স্পেনের কাপ প্রতিযোগিতা কোপা দেল রের ফাইনালে রিয়াল–বার্সেলোনা মুখোমুখি হবে আজ বাংলাদেশ সময় রাত ২টায়।

ধ্রুবকন্ঠ/এমআর

মোহাম্মদ রায়হান

স্পোর্টস ডেস্ক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button