জিএসটি গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত

মোঃএরশাদ , মাভাবিপ্রবি প্রতিনিধি :
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২৮ এপ্রিল, ২০২৫ তারিখ বিকেল ৪টা ৪০মিনিটে প্রকাশিত হয়েছে। ফলাফল ওয়েবসাইট: gstadmission.ac.bd এতে পরীক্ষার্থী লগইন করে জানতে পারবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২১,৫৬৪ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৩,৬৬০ জন অর্থাৎ ৬৩.৩৫ শতাংশ।
‘সি’ ইউনটের পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৩,০৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২১,৫৬৪ জন অর্থাৎ ৯৩.৫০ শতাংশ এবং অনুপস্থিতির সংখ্যা ১,৫০০ জন অর্থাৎ ৬.৫০ শতাংশ। ওএমআর বাতিলের সংখ্যা ৬টি।
২৮ এপ্রিল সোমবার বিকেলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যের অংশগ্রহণে (সকল ভাইস-চ্যান্সেলর) সভা শেষে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ২০২৫ (শুক্রবার) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ০২ মে ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হবে।